উদ্যোক্তাদের জন্য ফেসবুক মার্কেটিং যে কারণে সেরা অপশন

উদ্যোক্তাদের জন্য ফেসবুক মার্কেটিং যে কারণে সেরা অপশন

হালের ইন্টারনেট ভিত্তিক এই সমাজ ব্যবস্থায় মার্কেটিংয়ের বড় সেক্টর বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সারা বিশ্বের সবচেয়ে বেশী 3.065 বিলিয়ন এক্টিভ ইউজার থাকায় এন্টারপেউনিয়ার বা ব্যবসায়ীদের প্রধান টার্গেট বর্তমানে ফেসবুক। 


55.6 মিলিয়ন একটিভ ইউজার সমৃদ্ধ বাংলাদেশ এই মুহূর্তে এফ কমার্স মার্কেটে এক নতুন বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে । 


বাংলাদেশে ফেসবুক মার্কেটিং যেসব কারণে সেরা অপশন:


বর্তমান বাংলাদেশের সিংহভাগ তরুন-তরুণীর পাশাপাশি শিক্ষিত মাঝবয়সী বা বৃদ্ধরাও এই সাইটে নিয়মিত ব্রাউজিং করে থাকে। তাই বাংলাদেশ থেকে ডিজিটাল মার্কেটিংয়ে ফেসবুকই সেরা।এছাড়াও, 

ফেসবুকে রয়েছে সবচেয়ে বেশী এক্টিভ ইউজার। 

দেশের প্রায় সর্বত্রই ফেসবুক ব্যবহারকারীর বসবাস। 

বেশী ট্রাফিক মানেই বেশী ব্যবসা।

টিভি বিজ্ঞাপনের চেয়ে ফেসবুকে মার্কেটিং কস্ট তুলনামূলক কম।

ফেসবুকে দৈনিক লক্ষ/কোটি টাকার ব্যবসা হচ্ছে। 

মেটার ভবিষ্যত প্লান সারাবিশ্বের ই-কমার্স ফেসবুকের মধ্যে নিয়ে আসা তাই ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন নতুন বিজনেস ফ্রেন্ডলী ফিচার।


ফেসবুক মার্কেটিং থেকে সর্বোচ্চ পর্যায়ের ফলাফল আশা করলে ফেসবুক মার্কেটিং এর সঠিক নিয়ম অনুসরণ করতে হবে। সবাই জানেন, প্রত্যেক বিষয়ের সর্বোচ্চ ভালো ফলাফল পাওয়ার জন্য যথাযথ নিয়ম অনুসরণ করা কতটা জরুরি! কেননা নিয়ম না মানলে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করা সম্ভব নয়। কোন বয়সের বা কোন ধরণের গ্রাহকরা আপনার পণ্য বা সেবা পেতে আগ্রহী তাদের চিহ্নিত করে মূলত আপনার পোস্ট সাজাতে হবে। সেটা ভিডিও, লেখা অথবা পিকচারের মাধ্যমেও হতে পারে।