সামনে আসছে শীত, কন্টেন্ট হলে ফিট, মার্কেটিং থেকে সেলসে বিজনেস হবে হিট!!✌️💯
তাই বিশ্বাসযোগ্য কন্টেন্ট দিয়ে যদি অডিয়েন্সকে চমকে দিতে পারেন তাহলে কনটেন্ট হয়ে উঠবে সেলস মেশিন।
🔰বিজনেস এর জন্য গতানুগতিক কনটেন্ট সবাই বানায়! তবে যার কনটেন্ট যত বেশি ক্রিয়েটিভ তার সেলস গ্রোথ ততই বেশি হয়!!
এখন কথা হচ্ছে সাধারণ চিন্তার বাইরে গিয়ে ক্রিয়েটিভ কনটেন্ট বানাবেন কিভাবে🤔
👍এই যেমন ধরুন আপনি অনলাইনে হুডি বিক্রি করতে চাচ্ছেন তাহলে এর জন্য ক্রিয়েটিভ টাইটেল বা হুক কেমন হতে পারে তার কিছু উদাহরণ:
১. বাংলাদেশের ঠান্ডা থামাতে এই হুডিই যথেষ্ট!
(কেননা বাংলাদেশে এতোটাও ঠান্ডা পড়েনা যে আপনাকে চামড়ার জ্যাকেট পড়তে হবে😇)
২. শীতে জ্যাকেট না পড়লেও আপনার ঠান্ডা লাগবেনা যেকারণে!
( কারণ আপনার হুডিতে ভালো উম পাওয়া যাবে তাই ঠান্ডা তাড়াতে আপনার হুডিই বেস্ট 😅)
৩. ফ্যাশনেবল হুডি কি আপনাকে হট করতে পারবে?
( হ্যা, হুডি পড়লে গরম অনুভূতি হতেই পারে😴)
এগুলো যাস্ট ক্রিয়েটিভ ওয়েতে কাস্টমারের সাথে এনগেজড হওয়ার পাশাপাশি প্রোডাক্ট বিক্রির উপায় মাত্র।🤝
তবে মার্কেটে লং টাইম সাসটেইন করতে প্রয়োজন শিক্ষামূলক অ্যায়ারনেস কনটেন্ট। যেখান থেকে আপনার অডিয়েন্স মূলত কিছু লার্নিং এর মাধ্যমে আপনার ব্রান্ড সম্পর্কে পজিটিভ ধারনা পাবে ।❣️
🔰 এই পজিটিভ ধারণা দেওয়ার পেছনে অন্যতম সাইকোলজি হলো অনলাইন থেকে মানুষ প্রোডাক্ট কিনেনা! মানুষ অনলাইন থেকে কিনে ব্র্যান্ড এবং বিলিভ!! তাই মার্কেটে দীর্ঘদিন ব্যবসা করতে চাইলে অডিয়েন্সের সামনে আপনার ব্র্যান্ড সম্বন্ধে পজিটিভ ধারণা তৈরীর বিকল্প কিছুই নেই।
💥হুডি ব্যবসায় কাস্টমারের পজিটিভ ধারণা তৈরির মতো কিছু কনটেন্ট আইডিয়া নিচে দেওয়া হল :
১. আপনার প্রিয় হুডির যত্ন নিবেন কিভাবে?
২. আপনার জন্য সেরা হতে পারে এমন হুডির বৈশিষ্ট্য!
৩. শীতের পোশাক হিসেবে হুডির কালারের গুরুত্ব!!
🔰যেকোনো ব্যবসার শুরুতে কিংবা দীর্ঘমেয়াদী অনলাইন ব্যবসার প্লানে এইরকম কনটেন্ট রাখতে হবে। তাহলে কাস্টমার আপনার কাছে পাবে বিশ্বাস, আপনার কাছে পাবে ফান আর সবমিলিয়ে আপনার ব্রান্ডের প্রতি পজিটিভ ধারণা থেকে সে প্রোডাক্ট কিনবে চোখ বন্ধ করে!!
আজ এ পর্যন্তই সামনে আবার ভিন্ন কোন বিজনেস বা ব্র্যান্ড নিয়ে কথা হবে ইনশাআল্লাহ।